রুয়েটে চালু হচ্ছে দুটি নতুন বিভাগ
- ক্যাম্পাস ডেস্ক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এবং ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে নতুন দুটি বিভাগ খোলা হচ্ছে।
রুয়েটের জনসংযোগ বিভাগের প্রশাসক গোলাম মুর্তজা আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান।
এ বিষয়ে উপাচার্য ড. মোহা. রফিকুল আলম বেগ বলেন, ‘দেশে দক্ষ জনবল সৃষ্টি এবং যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিভাগ দুটি খোলা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে নতুন এই বিভাগ দুটিতে ৩০ জন করে মোট ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে।’
এই দুটি নতুন বিভাগ নিয়ে রুয়েটে বিভাগের সংখ্যা দাঁড়াল ১৪টিতে।