মেডিকেলে ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্র বাতিল
- ক্যাম্পাস ডেস্ক
মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় এবার রংপুর মেডিকেল কলেজ কেন্দ্র বাতিল করা হয়েছে। বুধবার রংপুর মেডিকেল কলেজের সচিব ফজরুল হক জানান, কেন্দ্রটি বাতিলের চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সৈয়দ আবু তালেবের কাছে পৌঁছেছে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ৭ অক্টোবর ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সারাদেশে ২৩টি কেন্দ্রে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি কেন্দ্র ছিল রংপুর মেডিকেল কলেজ।
প্রতি বছর রংপুরে পাঁচ থেকে ছয় হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেয় উল্লেখ করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান, এ সিদ্ধান্ত কার্যকর হলে রংপুরের পরীক্ষা পাশের কোনো জেলায় নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে ভোগান্তি হবে পরীক্ষার্থীদের।
গত বছরের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে রযাীদবের হাতে গ্রেফতার হন রংপুর মেডিকেল কলেজের অর্থোসার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান, সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার শরীফুল ইসলাম ও রংপুর সদর উপজেলা স্থানীয় কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজার রহমান। গত বছরের ২২ সেপ্টেম্বর নগরীর ধাপ এলাকার দুটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এ তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করে র্যাব।
রংপুর মেডিকেল কলেজের সচিব ফজরুল হক বলেন, গত বছরের ঘটনায় স্বাস্থ্য বিভাগ এবার ভর্তি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছে। তাই তারা রংপুরে কেন্দ্র না রাখার বিষয়টি নিশ্চিত করেছেন চিঠিতে। তবে এখানকার শিক্ষার্থীরা কোথায় গিয়ে পরীক্ষা দেবেন তা এখনও জানানো হয়নি।