অ্যাকাউন্টিংয়ের অন্দর-বাহির
- ক্যাম্পাস ডেস্ক
উচ্চ আয়ের পেশাজীবী হওয়ার সঙ্গে গ্লোবাল প্রফেশনালদের কাতারে আসতে অন্যতম কোর্স হচ্ছে চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, ফাউন্ডেশন ইন অ্যাকাউন্ট্যান্সি। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রির বিকল্প হিসেবে এটি সম্পন্ন করতে হয়।
এসিসিএ, সিএটি : দি অ্যাসেসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস এবং সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান দুটিই প্রফেশনাল কোর্স। এসিসিএ-সিপিএ, সিএ, সিএমএ প্রভৃতির সমমানের। এটি জাতিসংঘ স্বীকৃত ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের মেম্বার। বর্তমানে এর এক লাখ চলি্লশ হাজার মেম্বার ও চার লাখ চার হাজার শিক্ষার্থীকে ৮৩টি এসিসিএর নেটওয়ার্কের মাধ্যমে ১৭০টি দেশে ফিন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ের ওপর সম্মানজনক ক্যারিয়ার গঠনে সহযোগিতা করে যাচ্ছে। এটি আন্তর্জাতিক ডিগ্রি যে কারণে বিশ্বজুড়েই শিক্ষার্থীর কর্মক্ষেত্র বিদ্যমান থাকে। এসিসিএ কোর্সটি সিএ, আইসিএমএ, সিআইএমএ, সিপিএ প্রভৃতির মতো সমমানের। সিএ ও এসিসিএর মধ্যে মূল পার্থক্য হলো সিএ স্থানীয় কারিকুলাম আর এসিসিএ হচ্ছে ব্রিটিশ কারিকুলাম। এসিসিএ একমাত্র কোর্স যা যে কোনো পর্যায়ে ইংল্যান্ডসহ ১৭৩ দেশে ১০০ শতাংশ ক্রেডিট ট্রান্সফার করা যায়।
এফআইএ : ফাউন্ডেশন ইন অ্যাকাউন্টেন্সি হচ্ছে এসিসিএর অ্যান্ট্রি লেভেলের সুট অব কোয়ালিফিকেশনস, যা থেকে শিক্ষার্থীরা আগের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে চমৎকার কোর্স বেছে নিতে পারে। যারা একেবারেই অ্যান্ট্রি লেভেল থেকে শুরু করতে চায় তাদের এফআইএর ইন্ট্রোডাক্টরি সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে হবে। যাদের কিছুটা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছে তারা এফআইএর ইন্টারমিডিয়েট সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে পারে। যারা অ্যাকাউন্টিংয়ে বেসিক শক্তিশালী; কিন্তু গ্র্যাজুয়েশন নেই, তারা এফআইএর ডিপ্লোমা লেভেল থেকে শুরু করতে পারে। যে কোনো শিক্ষার্থী ডিপ্লোমা লেভেল শেষ করে সরাসরি এসিসিএর স্কিল মডিউলে শিক্ষা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে সিএটি সার্টিফিকেট পাবে না।
ভর্তি হবে কারা : এসএসসি/এইচএসসি পাস শিক্ষার্থীরা সিএটি কোর্সে ভর্তি হতে পারে। সিএটি হচ্ছে অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন যেখানে অ্যাকাউন্টিংয়ের বেসিক থেকে শেখানো হয়। এটি করার পর দ্রুত এসিসিএ কোর্সে ভর্তি হওয়া যায়। অন্যদিকে এইচএসসি বা ও লেভেল শেষে এফআইএতে ভর্তি হয়ে সিএটি সম্পন্ন করতে পারে। আবার এ-লেভেল বা যে কোনো বিভাগ থেকে ব্যচেলর ডিগ্রি করা থাকলে সরাসরি এসিসিএ ক্লাসে ভর্তি হওয়া যায়।
খরচ কেমন : এদেশে এই আন্তর্জাতিক প্রফেশনাল ডিগ্রি পরিচালনার শীর্ষ প্রতিষ্ঠান চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে এফআইএ, সিএটি, এসিসিএ, বিএসসি অনার্স কোর্সের টিউশন ফি দুই লাখ টাকার নিচে।
পরীক্ষার নিয়ম : এসিসিএতে একসঙ্গে একটি থেকে চারটি বিষয়ের ওপর পরীক্ষা দেওয়া যায়। এর পরীক্ষা পদ্ধতি খুবই সহজ। কোনো শিক্ষার্থী চার বিষয়ের মধ্যে এক বিষয় ফেল করলে এক বিষয়ে পরীক্ষা দিতে হয়। বাংলাদেশে এ কোর্সটি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেওয়ার মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে। পরীক্ষা বছরে জুন এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। তবে কম্পিউটার বেসড পরীক্ষা বছরের যে কোনো সময় হতে পারে। ব্রিটিশ কাউন্সিল চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের (বাড়ি-৫১, রোড-১০/এ, ধানমণ্ডি, ফোন-৮১৪১৬০১, ০১৭৩৩০২৭৫২১/৫ ) সিবি ব্যাচের শিক্ষার্থীদের পৃথকভাবে পরীক্ষার ব্যবস্থা করে আসছে।
ভর্তির আগে : চাহিদার কারণে এ কোর্স শেখানোর নামে এদেশে অসংখ্য কেন্দ্র গজিয়ে উঠেছে। এজন্য ভর্তির আগে দেখতে হবে প্রতিষ্ঠানটি এসিসিএর অনুমোদিত কি-না, গোল্ড স্ট্যাটাস আছে কি-না, অভিজ্ঞতা কত দিনের, কাঠামোগত অবস্থান কেমন, ফিন্যান্সিয়াল ক্যাপাসিটি কেমন, শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত ক্লাসরুম আছে কি-না, সর্বোপরি এক্ষেত্রে সাফল্যের অবস্থান দেখতে হবে। এর সবই রয়েছে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে।