জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে

জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে

  • ক্যাম্পাস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। জঙ্গিবাদ নিয়ে যে কোনো সংবাদ যে কেউ আমাকে সরাসরি জানাতে পারবে। আমার টেলিফোন ২৪ ঘণ্টা খোলা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো জঙ্গিবাদ আস্তানা করতে পারেনি, ভবিষ্যতেও করতে পারবে না।’

গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, দেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে জঙ্গিবাদ নেই এ কথাটি বলার সুযোগ নেই। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘জঙ্গিবাদ একটি ভাইরাস। এর জন্য প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থাগ্রহণ। তার মধ্যে আইনি কাঠামো সংশোধনও একটি প্রক্রিয়া হতে পারে।’ সভায আরো বক্তব্য রাখেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব ড. এএসএম মাকসুদ কামাল প্রমুখ। favicon59

 

 

 

 

Sharing is caring!

Leave a Comment