স্কুল-কলেজে ভ্রাম্যমাণ বইমেলা
- ক্যাম্পাস ডেস্ক
বইমেলা তো হয় প্রতিবছর ফেব্রুয়ারিতে। বিশাল এক বইমেলা। পুরো বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে। তার একটা অংশে থাকে শুধুই শিশু-কিশোরদের বই। কিন্তু সেই একটা বইমেলা দিয়ে কী আর মন ভরে! সে মেলা তো হয় বছরে মাত্র একটি বার। তাও কত দূর পথ পাড়ি দিয়ে যেতে হয় সেখানে। অথচ প্রতিটি স্কুল-কলেজেই যদি একটা করে বইমেলা হতো?
হ্যাঁ, তেমনটাই আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় ১৩টি প্রকাশনী। তারা এক এক করে দেশের বিভিন্ন স্কুল-কলেজে ঘুরে ঘুরে ছোট ছোট বইমেলার আয়োজন করছে।
বইমেলাটির স্লোগান ঠিক করা হয়েছে ‘কৈশোর তারুণ্যে বই’। এরই মধ্যে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ আর ঈশ্বরদীর ইক্ষু গবেষণা কলেজে এ আয়োজন করে ফেলেছে তারা।
আজ থেকে এই বইমেলার তৃতীয় আয়োজনটি শুরু হয়েছে ঢাকার বাংলাদেশ নৌবাহিনী কলেজে। দুই দিনব্যাপী ‘বাংলাদেশ নৌবাহিনী কলেজ বইমেলা’ ৫ ও ৬ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বইমেলাটির আয়োজক ১৩টি প্রকাশনী হলো—অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), ইকরি মিকরি, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস, প্রতীক প্রকাশনা, সময় প্রকাশন, পাললিক সৌরভ, অনুপম প্রকাশনী ও অনন্যা প্রকাশনী।