হিসাববিজ্ঞান শেখার ওয়েবসাইট
- ক্যাম্পাস ডেস্ক
কিছু কিছু বিষয় আছে, যেগুলো সবার একটু-আধটু জানা উচিত—এমন বিষয়ের মধ্যে হিসাববিজ্ঞান অন্যতম। যাঁরা ব্যবসাকে ক্যারিয়ার হিসেবে দেখেন, তাঁদের হিসাববিজ্ঞানের সম্যক জ্ঞান থাকা বাঞ্ছনীয়। অ্যাকাউন্টিং কোচ আপনাকে হিসাববিজ্ঞানে দক্ষ বানাতে পরিকল্পিত লেসন নিয়ে হাজির। www.accountingcoach.com লিখেই আপনি শুরু করে দিতে পারেন আপনার হিসাববিজ্ঞান শিক্ষা। ওয়েবসাইটটি হিসাববিজ্ঞানের ছাত্র বা আগ্রহী সবার জন্য কাজে আসতে পারে। ছাত্ররা এ ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টিং শিখে প্রাইভেট টিউশনের খরচ বাঁচাতে পারে।
ওয়েবসাইটটি ২০০৩ সালে যাত্রা শুরু করে। শুরু থেকে ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি। এখানে বেসিক অ্যাকাউন্টিং ও বুককিপিং শেখানো হয়। ওয়েবসাইটটির এক হাজার ৫৫৩টি প্রশংসাপত্র থেকে ধারণা করা যায় এটির জনপ্রিয়তা।
এই ওয়েবসাইট পরিচালনা করছেন হ্যারল্ড অ্যাভারক্যাম্প, যিনি ২৫ বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বিগত ১০ বছর তিনি হিসাববিজ্ঞানে তাঁর জ্ঞানকে অনলাইনে বিনা খরচে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়েছেন।
এই ওয়েবসাইট শিক্ষার্থীদের চার ধরনের খরচ কমাবে। এখানে পড়ার জন্য কোনো খরচ লাগে না, টিউশন খরচ বেঁচে যাবে, কোনো বই কিনতে হবে না, ঘরে বসেই শিক্ষা—তার ভ্রমণ খরচও নেই।
পাঠ্যক্রমের তালিকায় আছে বেসিক অ্যাকাউন্টিং থেকে স্ট্যান্ডার্ড কস্টিং পর্যন্ত মোট ৩৩টি টপিক। প্রতিটি টপিকের শুরুতে টপিকের ব্যাখ্যা দেওয়া আছে। এরপর বিষয়টি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। ক্রসওয়ার্ড পাজল রয়েছে। শূন্যস্থান পূরণ কৌশলেও এখানে একটি টপিকের খুটিনাটি শেখানো হয়।
আর যদি আপনি অ্যাকাউন্টিং কোচ প্রো-এর সদস্য হতে চান, তাহলে অল্প কিছু টাকা খরচ করতে হবে; তবে বাড়তি সুবিধা হিসেবে পাবেন পরীক্ষা, সেমিনার ভিডিও ও প্রিন্ট করা যায় এমন পিডিএফ।