কিউএস র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ক্যাম্পাস ডেস্ক
বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ক্যাকারেলি সিমন্ডস (কিউএস) ওয়ার্ল্ড র্যাংকিংয়ে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে অবস্থান খুবই নিচের দিকে। মঙ্গলবার প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড র্যাংকিংয়ের তথ্য মতে, ৯৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সর্বনিম্ন ৩০০টির মধ্যে।
তালিকার অন্তর্ভুক্ত ভারতের ১৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সাইন্স (বেঙ্গালুরু) পেয়েছে ১৫২তম স্থান। আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (দিল্লি) অবস্থান করছে ১৮৫তম স্থানে। ছয়টি পাকিস্তানি বিশ্ববিদ্যালয় আছে এই তালিকায় যাদের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (ইসলামাবাদ) ৫০১- ৫৫০তম স্থানের মধ্যে রয়েছে। তবে বাকিগুলো সবই সর্বনিম্ন ৩০০ এর মধ্যে।
তালিকায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) পঞ্চমবারের মতো প্রথম স্থানে অবস্থান করছে, তবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রায় এক দশক পর প্রথমবার শীর্ষ তিন বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই। এশিয়ার বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানে রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং বিশ্ব তালিকায় আছে ১২তম স্থানে। এর পরেই ১৩ নম্বর স্থানে আছে নানয়াং টেকনোলোজিক্যাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর।
জাপানের ওকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি তালিকা অনুযায়ী সর্বনিম্ন স্থান অধিকার করেছে।