জগন্নাথ হলের বিভিন্ন ভবন ও ল্যাবের নতুন নাম
- ক্যাম্পাস ডেস্ক
হলের কম্পিউটার ল্যাবরেটরির নাম “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কম্পিউটার ল্যাব”, হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনে প্রতিষ্ঠায় ই-লাইব্রেরিটির নাম সমাজকর্মী ও ভাষাসৈনিক “শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ই-লাইব্রেরি”, হলের ৪৬ নম্বর আবাসিক শিক্ষক ভবনের নাম ’৭১ এর ২৫ মার্চ কালরাতে শহীদ “অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য আবাসিক শিক্ষক ভবন” এবং হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের কনফারেন্স কক্ষটির নাম হলের প্রথম প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নরেশচন্দ্র সেনগুপ্তের নামে “অধ্যাপক ড. নরেশচন্দ্র সেনগুপ্ত কনফারেন্স কক্ষ” নামকরণ করা হয়েছে।