জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৫ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৫ জন

  • ক্যাম্পাস ডেস্ক 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ সেপ্টেম্বর রাত ১২টায় বিশ্ববিদ্যালয়টির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদনের সময়সীমা শেষ হয়। এর মধ্যে ‘এ’ ইউনিটের ৮২৫টি আসনের বিপরীতে ৬৪ হাজার ২৮৪ জন, ‘বি’ ইউনিটের ৬৭০টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২১৩ জন, ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৮১৬ জন, ‘ডি’ ইউনিটের ৫৯০টি আসনের বিপরীতে ৪৮ হাজার ১২ জন এবং ‘ই’ ইউনিটে মোট ১২০টি আসনের বিপরীতে দুই হাজার ২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৩ সেপ্টেম্বর ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভুক্ত এবং আইইআর), ২৪ সেপ্টেম্বর ‘ই’ ইউনিটের (সংগীত বিভাগ, চারুকলা বিভাগ ও নাট্যকলা বিভাগ), ৩০ সেপ্টেম্বর ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত), ২১ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত) এবং ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময় বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত। ভর্তিসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www. jnu. ac. bd) অথবা (www. admission. jnu. ac. bd)-এ পাওয়া যাবে।

সুত্রঃ প্রথম আলো
favicon59

Sharing is caring!

Leave a Comment