জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- ক্যাম্পাস ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিট অর্থাৎ কলা অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা চলে। জবি ক্যাম্পাস ও এর বাইরের মোট ১৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার কলা অনুষদের মোট ৬৭০টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৫৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জবি প্রশাসন। প্রতিটি কেন্দ্রে দেহ তল্লাশির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রবেশ করানো হয়। এছাড়া পরীক্ষার্থীদের কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।