জবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ক্যাম্পাস ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ ভুক্ত) ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘গ’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৮২৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ৫০ শিক্ষার্থী। এর মধ্যে প্রায় শতভাগ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পোশাক বা ড্রেসকোড নিয়ে বেশ কড়াকড়ি দেখা গেলেও অন্য কেন্দ্রগুলোতে বেশ ঢিলেঢালাভাবেই কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। এদিকে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে কেন্দ্রে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়- এমন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র পুরোপুরি নিষিদ্ধ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া পরীক্ষা চলাকালে দায়িত্ব পালন করে ভ্রাম্যমাণ আদালত।
ভর্তি পরীক্ষার রেজাল্টসহ যাবতীয় তথ্যের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।