মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি
- ক্যাম্পাস ডেস্ক
শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানোর সঙ্গে সমঝোতা চুক্তি করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ ও ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানোর উপাচার্য নুর আয়েনি হাজি মুখতার নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ চুক্তি অনুযায়ী চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান এবং ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের শিক্ষার্থীরা প্রতিবছর ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানোতে এক মাসের ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। একইভাবে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরাও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে পারবেন। চুক্তির আওতায় আগামী নভেম্বরে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম ব্যাচের ৫০ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ করার জন্য মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়টিতে যাবেন।
গৌতম বুদ্ধ দাশ বলেন, শিক্ষার্থীরা মালয়েশিয়ায় সেখানকার অভিজ্ঞ অধ্যাপকদের তত্ত্বাবধানে ব্যবহারিক বিষয়ে হাতে-কলমে শিক্ষা পাবেন। কর্মজীবনে এর সুফল পাবেন তাঁরা।
নূর আয়েনি হাজি মুখতার বলেন, এ উদ্যোগের ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই উপকৃত হবেন।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন খন্দকার নুরুল ইসলাম, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানোর স্কুল অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন আমিজা আমিন, জ্যেষ্ঠ প্রভাষক মো. আবদুল কাদের প্রমুখ।