টিআইবি-কেডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব সমাপ্ত
- ক্যাম্পাস ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিনব্যাপি টিআইবি-কেডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শেষ হয়েছে। শনিবার বিতার্কিকদের যুক্তির প্রাণবন্ত উপস্থাপনা ও দুর্নীতিবিরোধী প্রত্যয়ের মাধ্যমে এ উৎসব শেষ হয়।
সংসদীয় রীতির এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সরকার দলীয় নেতা ও প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত ‘টেকসই উন্নয়ন অর্জনে দুর্নীতি মূল বাধা’ এই বিষয়ের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠনের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম পল্লব।
বিকেল ৫টায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং রানার-আপ হয় ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন প্রিমিয়ার ইউনিভার্সিটির শেখ ফয়জুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সদস্য এবং প্রাক্তন সভাপতি অধ্যাপক মো. জাফর ইমাম, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক ড. রিজওয়ান-উল-আলম, কেডিএসের মডারেটর তন্ময় চক্রবর্তী ও কুয়েট ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. সোবহান মিয়া এবং কেডিএস সভাপতি ফারহানা কবির জিসা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, “আমরা এ সমাজ থেকে সম্পূর্ণরূপে দুর্নীতির মূলোৎপাটন করতে চাই। সবাই যদি যার যার জায়গা থেকে কাজ করেন তাহলে অবশ্যই দুর্নীতির হাত থেকে মুক্তি লাভ করা সম্ভব।”
উল্লেখ্য, কুয়েট ডিবেটিং সোসাইটি (কেডিএস) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এই প্রতিযোগিতায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতর্ক সংগঠনের ৯৬ জন তরুণ বিতার্কিক অংশগ্রহণ করেন।