মাস্টার্সের ফল প্রকাশ
- ক্যাম্পাস ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৩১টি কলেজের এক লাখ ৯৬ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী মোট ১১৪টি কেন্দ্রে অংশগ্রহণ করে। এতে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৬৮০ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে ৩৭ হাজার ৭৫০ জন, দ্বিতীয় শ্রেণিতে এক লাখ ৪২ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় শ্রেণিতে ৩২৫২ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৩.৪৪%।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে পাওয়া যাবে। এছাড়াও যে কোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে (numf Roll) লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।