শিক্ষার্থীদের সঙ্গে ইয়ুথ ফোরামের মতবিনিময়
- ক্যাম্পাস ডেস্ক
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ‘ইয়ুথ ফোরাম’ নামে বাংলাদেশের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলাদেশ প্রায়োরিটিজ’ প্রজেক্টের অংশ হিসেবে কোপেনহেগেন কনসেনসাস সেন্টার এবং ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগ যৌথভাবে এ সভার আয়োজন করে।
বাংলাদেশের কোন ক্ষেত্রে বিনিয়োগ বাড়ালে ভবিষ্যতে বেশি সফলতা আসবে তার ওপর গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রে ভূমির রেকর্ড ডিজিটালকরণ, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, শিক্ষাসহ মোট ২৫টি বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে একটি গ্রুপ আলোচনায় শিক্ষার্থীরা তাদের অগ্রাধিকারের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। সর্বশেষ শিক্ষার্থীরা তাদের উন্নয়ন অগ্রাধিকারের ক্ষেত্রেগুলো শিটের মাধ্যমে তুলে ধরেন।
ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের প্রধান ডক্টর মাহফুজুর রহমান, ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তা কাজি নাজমুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।