ঢাবিতে ‘পৌষ পার্বণ ও বিজয় উৎসব’
- ক্যাম্পাস ডেস্ক
পর্যটন বর্ষ ২০১৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌষ পার্বণ ও বিজয় উত্সব শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাবি টিএসসি সড়কদ্বীপে লোকজ মেলা ও সাংস্কৃতিক আয়োজনসহ তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বাংলাদেশ ইয়ুথ এন্ড স্টুডেন্টস ফোরাম ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ইনস্টিটিউটের পরিচালক পারভেজ আহমেদ চৌধুরী, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ্) লিমিটেডের জ্যৈষ্ঠ পরিচালক (বিপণন) ড. হাকিম রফিকুল ইসলাম, বাংলাদেশ ইয়ুথ এন্ড স্টুডেন্টস ফোরাম ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের সভাপতি মোস্তফা আলমগীর রতন প্রমুখ।