ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে ‘মেডিটেক ২০১৬’
- ক্যাম্পাস ডেস্ক
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আয়োজিত স্বাস্থ্য প্রকৌশল, স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘মেডিটেক ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম রিজওয়ান খান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	