কুয়েটে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ১৩ শিক্ষার্থী
- ক্যাম্পাস ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলতি ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
কুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) ও বিআর্ক কোর্সে এক হাজার পাঁচটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১২ হাজার ৭১৭ জন শিক্ষার্থীকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে।
আগামী ২৮ অক্টোবর শুক্রবার ভর্তির এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। কুয়েট ক্যাম্পাস ছাড়াও খুলনা বয়রা সরকারি মহিলা কলেজ, ফুলবাড়ীগেট শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, এইচএসটিটিআই, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, তেলিগাতি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও তেলিগাতি মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে এ বছর কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ জন, ইলেক্টিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া পুরকৌশল অনুষদের অধিভুক্ত আর্কিটেকচার বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন এবং যন্ত্রকৌশল অনুষদের অধিভুক্ত এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ১২ ব্যাচের ছাত্রছাত্রীদের তিনদিনব্যাপী শিক্ষা সমাপনী উপলক্ষে আজ রোববার বিকেলে মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হয়। শতাধিক শিক্ষার্থী উন্মুক্ত প্রাঙ্গণে কয়েক ঘণ্টা ধরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে।