জবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, ‘ডি’ ইউনিটের পরীক্ষা শুক্রবার
- ক্যাম্পাস ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশবোর্ডে এ ফলাফল প্রকাশ করা হয়।
এবার এ-ইউনিটের ৮২৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। গত ২১ অক্টোবর ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৩১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ৫৮ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংগ্রহণ করে। ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www.jnu.ac.bd)- এ পাওয়া যাচ্ছে।
এদিকে আগামী ২৮ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ২২ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ৫৯০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৮ হাজার ১২ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বে ৮১ জন।
এবারও পরীক্ষার হলে মোবাইল বা টেলিযোগাযোগ করা যায় এমন ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.jnu.ac.bd) থেকে জানা যাবে।