বিএসএমআরএসটিইউতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ক্যাম্পাস ডেস্ক
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএসটিইউ) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
গতকাল শুক্রবার জেলার বিভিন্ন স্কুলে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিনে সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ২টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া আজকে ২৯ অক্টোবর সকাল ১০টায় ‘সি’ ইউনিট, দুপুর ২টায় ‘এইচ’ ইউনিট, ৪ নভেম্বর ১০টায় ‘ডি’ ইউনিট, দুপুর ২টায় ‘ই’ ইউনিট এবং ৫ নভেম্বর ১০টায় ‘এফ’ ইউনিট ও দুপুর ২টায় ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় আটটি ইউনিটে প্রায় ৬৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন। এতে প্রতি আসনের বিপরীতে ৩১ শিক্ষার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।