শেকৃবির ১০ শিক্ষার্থী পেল জাপানের এনইএফ বৃত্তি
- ক্যাম্পাস ডেস্ক
জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) প্রথম পর্যায়ের বৃত্তি পেয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। সোমবার প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননাপত্র ও ৬ মাসের বৃত্তির অর্থ প্রদান করেন। মাসিক দুই হাজার একশত পঁচাশি টাকা করে আগামী তিন বছর তারা এ বৃত্তি পাবেন। মূলত মেধার ভিত্তিতে তারা মনোনীত হন।
উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, জাপান এদেশের জন্মলগ্ন থেকেই আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলা একটি বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী রাষ্ট্র । আলাদা করে বললে, তারা সবসময়েই আমাদের সংকটময় খাতগুলোতে, যেমন দারিদ্র্য দূরীকরণ, বিদ্যুৎ উৎপাদন এবং জনশক্তি উন্নয়নে উদার সহায়তা দিয়েছে। তেমনি শিক্ষা ক্ষেত্রেও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিয়ে চলছে। জাপানের এনইএফ অ্যাওয়ার্ড তারই প্রমাণ বহন করে। এ সর্ম্পকের বন্ধন আরও অটুট রাখার লক্ষে শান্তিপূর্ণ দেশ গঠনে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা ও সভাপতির দায়িত্ব পালন করেন এনইএফ বাংলাদেশ কমিটির সদস্য ও এ বিশ্ববিদ্যালয়ের এনইএফ বৃত্তি প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীরা আগামী দিনগুলোতে প্রকৃতি সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি মোকাবেলার ভূমিকা রাখবে। ২০১৯ সাল পর্যন্ত প্রতিবছর এ বিশ্ববিদ্যালযের ১০ জন শিক্ষার্থী এ বৃত্তিপ্রাপ্ত হবে।