বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১৮ বছরে পদচিহ্ন
- ক্যাম্পাস ডেস্ক
১৯৯৮ সালের ১০ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে পদচিহ্ন। সংগঠনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি সাংস্কৃতিক সংগঠন। হাঁটি হাঁটি পায়ে সংগঠনটি ১৮তম বর্ষে পদার্পণ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩০ অক্টোবর রবিবার বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে ফ্লাস মুভের আয়োজন করেন সংগঠনটির কর্মীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কনসার্টের আয়োজন করা হয়। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বদ্যািলয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন, পদচিহ্নের সভাপতি অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ড. মো. মাহমুদুল হাসান শিকদার, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামানসহ সংগঠনের অন্য সদস্য ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।