খুবির জীববিজ্ঞান স্কুলের ফল প্রকাশ
- ক্যাম্পাস ডেস্ক
ভর্তি পরীক্ষা গ্রহণের ২৪ ঘণ্টার আগেই ফল প্রকাশ করে রেকর্ড সৃষ্টি করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুল। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২:৩০ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর ১২টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফলাফল অনুমোদন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেন।
জীববিজ্ঞান স্কুলে ভর্তি পরীক্ষায় ৫১৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩১২০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬০.৭৬ শতাংশ। এ স্কুলে নির্ধারিত আসনে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd এ পাওয়া যাচ্ছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল তৈরির কাজ সুসম্পন্ন করার জন্য জীববিজ্ঞান স্কুলের ভর্তি কমিটির সভাপতিসহ কমিটির সকল সদস্য এবং এরসঙ্গে সম্পৃক্ত শিক্ষকদের ধন্যবাদ জানান।
এসময় ট্রেজারার খান আতিয়ার রহমান, সংশ্লিষ্ট ভর্তি কমিটির সভাপতি জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাজমুল আহসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান ও সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।