‘বিভাগের স্বার্থেই মাস্টার্স ডিগ্রি ছাড়া শিক্ষক নিয়োগ’
- ক্যাম্পাস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে মাস্টার্স ডিগ্রি ছাড়াই শিক্ষক নিয়োগের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বিভাগের স্বার্থেই বুয়েট থেকে স্নাতক শেষ করা তিনজনকে মাস্টার্স ডিগ্রি ছাড়াই নিয়োগ দেয়া হয়েছে। বিভাগের চাহিদা অনুযায়ী এটি সিএনডিও সুপারিশ করেছে। বিশ্ববিদ্যালয়, বিভাগ ও দেশের স্বার্থেই এটি করা হয়েছে।
সোমবার উপাচার্যের লাউঞ্জে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষক নিয়োগের বিষয়টি খোলাসা করেন তিনি। তিনি বলেন, যারা এসব তথ্য দিয়েছেন, সেখানে সত্যের অপ্রলাপ হয়েছে। আমি সোর্স শুনতে চাই না, তবে সোর্সের বিশ্বাসযোগ্যতা এ নিউজের মাধ্যমে নষ্ট হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
তিনি বলেন, সাধারণত ইঞ্জিনিয়ারিংয়ে যারা অনার্স ডিগ্রি লাভ করেন, তাদের মাস্টার্স ডিগ্রি লাগে না। বুয়েটে, ডুয়েটসহ কোথায়ও শিক্ষক হতে মাস্টার্স ডিগ্রি শর্ত না। তারপরও আমরা তিনবার বিজ্ঞপ্তি দিয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন কোয়ালিপাইড আবেদনকারী না পেয়ে শর্ত শিথিল করে তাদের নিয়োগের সুপারিশ করেছি। কারণ ভালো ছাত্রদের অনার্স ডিগ্রির পর স্ব-স্ব বিশ্ববিদ্যালয় নিয়ে নেয়। যার কারণে আমাদের ভালো নিতে হলে, অনার্স এর পরপর নিতে হবে। তাই নেয়া হয়েছে। আর এটি পাকিস্তান, ভারতসহ সাউথ এশিয়ার অনেক দেশেই হয়ে থাকে।
আরেফিন সিদ্দিক আরো বলেন, সত্যকে জেনেও নিজেরা মিথ্যাচার করেছেন। এরা দলীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এমন তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। এখন চিন্তা করা দরকার, এরা কি দেশের রাসায়নিক ব্যবস্থাকে এগিয়ে নিতে চায় না বিশ্ববিদ্যালয় ও দেশকে ধ্বংস করতে চায়।