নারীর অগ্রগতির জন্য শিক্ষার দিকে ঝুঁকতে হবে
- ক্যাম্পাস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেছেন, শিক্ষা একটি বিরাট অস্ত্র। নারীদের অগ্রগতির জন্য শিক্ষার দিকে ঝুঁকতে হবে। এক্ষেত্রে বেগম পত্রিকার রচনাগুলো যদি সংগ্রহ করা যায় তাহলে বাংলাদেশে নারী শিক্ষার গতিশীলতা আরো বাড়বে।
বুধবার ঢাবির আর সি মজুমদার অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ‘গঠন ও পুনর্গঠন : ১৯ ও ২০ শতকে বাংলার নারী’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস গবেষণা কেন্দ্র।
দিনব্যাপী সেমিনারে দুইটি অধিবেশন ছিল। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর ১টায়। এই অধিবেশনে প্রবন্ধ পাঠ করেন লেডি ব্রেবোর্ণ কলেজ, কলকাতার সহযোগী অধ্যাপক ড. অপরাজিতা সেনগুপ্ত, লরেটো কলেজের অধ্যাপক তপতী সেনগুপ্ত, ব্রাক ইউনির্ভাসিটির ইংরেজী ও কলা বিদ্যা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ফিরদৌস আজিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
বেলা ৩টায় সেমিনারের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে প্রবন্ধ পাঠ করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি‘র সমাজবিজ্ঞান ও জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মালেকা বেগম, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কিউরেটর ড. জয়ন্ত সেনগুপ্ত, বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দা তানভীর নাসরীন। এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
দুই অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারপারসন ও ইতিহাস গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন।
এছাড়া সেমিনারে বক্তারা হিন্দু জাতীয়তাবাদী চিন্তায় আদর্শ নারী ও পরিবার, বাংলায় নারীর সাহিত্য চর্চায় কালান্তর, বেগম পত্রিকার ইতিহাস, সরলা দেবী চৌধুরাণী আত্মকথায় স্মৃতিকথার পঞ্চাশ বছর, পশ্চিম বঙ্গের মুসলমান নারী বিষয়ে বক্তৃতা করেন।