রাবিতে বিজ্ঞান উৎসব শুরু
- ক্যাম্পাস ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বিজ্ঞানের আবিষ্কার ও গুরুত্ব সাধারণ মানুষ প্রথম পর্যায়ে বুঝতে পারেন না। শত শত বছর ধরে মানুষ জেনে এসেছে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কিন্তু একজন বিজ্ঞানী যথাযথ তথ্য দিয়ে যখন বলে, পৃথিবী ঘোরে। তখন প্রথম রিয়্যাকশন কী হয়, যে ওই বিজ্ঞানী পাগল। সুতরাং বিজ্ঞান নিয়ে যারা পড়বে তাদের বিজ্ঞানের সূত্রের প্রতি বিশ্বাস, বিজ্ঞানের আবিষ্কারের প্রতি বিশ্বাস থাকতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজ থেকে ১০ বছর আগে ১৬ কোটি মানুষের শতকরা এক শতাংশ মানুষ জানতো না স্ট্রোবেরি কী জিনিস? এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল রেখে নতুন উদ্বাধনী প্রক্রিয়ার মধ্য দিয়ে স্ট্রাবেরি কীভাবে চাষাবাদ করা যায়, এই বিশ্বাস যখন মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন, বাকিটা কিন্তু কৃষকরা নিজেই করেছেন। এটা বাংলাদেশের জন্য, রাজশাহীর জন্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, এই উৎসবের মূল উদ্দেশ্য হলো, বিজ্ঞানের মর্মবাণী সকলের কাছে পৌঁছে দেয়া। আমরা যে যুগে বাস করছি সেটা হলো আইসিটির যুগ। আইসিটি বিজ্ঞানেরই একটি অংশ। কিন্তু এটা বিজ্ঞানকে ছাড়িয়ে নয়। জীবনের চারদিকে আমরা যা কিছু লক্ষ্য করছি, নিরাপত্তা ও জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে সবকিছুই আজকে বিজ্ঞানভিত্তিক। বিজ্ঞান নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। একসময় যেগুলো ছিল কল্পকাহিনী।
সায়েন্স ক্লাবের সভাপতি চৌধুরী আরিফ জাহাঙ্গীর তুর্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি জহুরুল ইসলাম মুন।
দুই দিনব্যাপী এ উৎসবে প্রোজেক্ট শো প্রতিযোগিতা, সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্স টক, ওয়াল রিসার্স প্রেজেন্টেশন প্রতিযোগিতা, সায়েন্স বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন থ্রো সায়েন্স, সায়েন্স শো, স্কাই অবজারভেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে আগ্রহী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।