- ক্যাম্পাস ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট ও আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ইউনিট দুটির ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিজনেস স্টাডিজ অনুষদে মোট ২০০টি আসন রয়েছে। এর মধ্যে ছেলেদের জন্য ১০৪টি ও মেয়েদের জন্য ৯৬টি। অন্যদিকে আইন অনুষদে ছেলেমেয়েদের জন্য ৩০টি করে ৬০টি আসন রয়েছে।
প্রকাশিত ফলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিটের আসনসংখ্যার সর্বাধিক ১০ গুণ শিক্ষার্থীর পৃথক মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ju-admission.org) থেকে বিস্তারিত ফল পাওয়া যাবে।