জাতীয় কবি পদক পেলেন ইবি শিক্ষক ড. রবিউল
- ক্যাম্পাস ডেস্ক
নজরুল গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘জাতীয় কবি’ স্মৃতি সম্মাননা ২০১৬ লাভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন।
২০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘সোনালী দিন’ পত্রিকার রজতজয়ন্তী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
“বাঙালির জাগরণ” বঙ্গীয় মুসলমান সাহিত্য-সমিতি শীর্ষক বইয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিশেষ গবেষণার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা স্বরূপ তাকে একটি ক্রেস্ট ও একটি উত্তরীয় দেয়া হয়েছে। তিনি চুয়াডাঙার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। এই পর্যন্ত তিনি পাঁচটি বই লিখেছেন।