ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাত্তর মিলনায়তনে ‘উদ্যোক্তা’ শীর্ষক এক কর্মশালা অনু্িষ্ঠত হয়েছে। গত ১৭ মে রবি বাংলাদেশ ইউথ ফেস্ট-২০১৭ এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মাসুম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম। কর্মশালা পরিচালনা করেন চারজন স্বনামধন্য কর্পোরেট ব্যক্তিত্ব।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকে গ্লোবাল মার্কেটের উপযোগী হিসেবে গড়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আরও ৬টি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মশালা পরিচালনা করছে বাংলাদেশ ব্যান্ড ফোরাম। কর্মশালায় এ পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থী অংশ নিয়েছে।