ঢাবিতে গণিত বিষয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
- ক্যাম্পাস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং নয়াদিল্লিস্থ সাউথ এশিয়ান ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে গণিত বিষয়ে ‘এ্যাডভান্সেস ইন কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
গতকাল শনিবার (২৭ মে) এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান এবং সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. সাজেদা বানু এবং সাউথ এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. রঞ্জন কে মোহন্তী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সম্পাদক ড. সমীর কুমার ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালন করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার প্রাথমিক স্তর থেকেই গণিতের উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণিত বিজ্ঞানের একটি মৌলিক বিষয় হলেও এটি শিক্ষার সকল শাখায় জ্ঞানবৃক্ষ হিসাবে ভূমিকা রাখে। গণিতকে শিক্ষার ভিত হিসাবে উল্লেখ করে তিনি বলেন, জ্ঞানের অন্য সব শাখা এই ভিতের ওপর নির্মিত ও সম্প্রসারিত। গণিত শিক্ষা ও গবেষণা বর্তমান বিশ্বে চলমান অস্থিরতা ও জটিলতা নিরসনেও কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞানমনস্ক জনশক্তিকে দক্ষ জনসম্পদ হিসাবে বর্ণনা করে তিনি বলেন, গণিত-জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা দেশে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী জনশক্তি গড়ে তুলতে পারে। তাই গোঁড়ামি ও যুক্তিহীন মতবাদ মোকাবেলায় গণিত চর্চা অত্যন্ত জরুরি।