জাপানে কারিগরি বিষয়ে ইন্টার্ন শিক্ষার্থী প্রেরণে চুক্তি স্বাক্ষর
- ক্যাম্পাস ডেস্ক
শতাধিক জাপানী কোম্পানীর সমন্বয়ে গঠিত জিসো আইজান কোঅপারেটিভ আ্যাসোসিয়েশন ইন জাপান এবং গ্লোবাল রিক্রুটিং এজেন্সির মধ্যে এক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৫ আগস্ট) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স কক্ষে এ চৃুক্তি সাক্ষরিত হয়। সমাঝোতা চুক্তিতে জিসো আইজান কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মিকা ক্যানবে ও পরিচালক ইসাও ইনো এবং গ্লোবাল রিক্রুটিং এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এই সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশী তরুণ শিক্ষার্থীরা জাপানে টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামের আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবে। জাপানী ভাষায় প্রশিক্ষণ দিয়ে আগামী বছরের শুরু থেকে গ্লোবাল রিক্রুটিং এজেন্সির মাধ্যেমে জাপানে কর্মী পাঠানো শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন সমঝোতা চুক্তিতে সাক্ষরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।