‘এডমিশন ডট এসি’কে কান্ট্রি পার্টনারের স্বীকৃতি দিলো তুরস্কের কারাবুক ইউনিভার্সিটি
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল পরিবারের সহযোগী প্রতিষ্ঠান এডমিশন ডট এসিকে কান্ট্রি পার্টনারের স্বীকৃতি দিয়েছে তুরস্কের কারাবুক বিশ্ববিদ্যালয়। এখন থেকে বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘প্রবেশিকা পরীক্ষার’র আয়েজন করতে পারবে এডমিশন ডট এসি। সংক্রান্ত একটি চুক্তি গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। চুক্তিতে কারাবুক ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক ড. রেফিক পোলাট এবং ড্যাফোডিল ফ্যামিলির পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুজ্জামান স্বাক্ষর করেন।
এই চুক্তি অনুসারে বাংলাদেশের শিক্ষার্থীরা কারাবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি সুবিধা প্রাপ্তির পাশাপাশি শিক্ষা ফি-তেও ছাড় পাবেন। চুক্তিটির প্রধান উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার্থে তুরস্কে যেতে চান তাদেরকে সহায়তা প্রদান করা।
উল্লেখ্য, কারাবুক ইউনিভার্সিটি তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০০৭ সাল থেকে তুরস্কের কারাবকু শহরে এটি যাত্রা শুরু করে। এখন থেকে বাংলাদেশে কাবাবুক ইউনিভার্সিটির ভর্তি কার্যালয় হিসেবে এডমিশন ডট এসি কাজ করবে।