‘করোনাকালেও বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পড়ালেখা চালিয়ে যাচ্ছি’

‘করোনাকালেও বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পড়ালেখা চালিয়ে যাচ্ছি’

  • ক্যাম্পাস ডেস্ক

করোনাভাইরাসের দ্রুতগামী আগ্রাসনে সারা দেশ যখন প্রায় স্থবির, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখনও অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে রয়েছে বেশকিছু বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে অন্যতম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধের প্রথম দিনে থেকেই বিশ্ববিদ্যালয়টি অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছে।  এই বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের (এমসিটি) শিক্ষার্থী কাজী উল্লাহ মাহফাদী। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।


কোভিড-১৯ ফুসফুস ও শ্বাসতন্ত্রের একটি রোগ। এ ধরনের ফ্লু ভাইরাসজনিত রোগ প্রায় প্রতি শীতেই সারা দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু কখনোই তা মহামারি আকার ধারণ করেনি। এবার করোনাভাইরান সারা পৃথিবীতেই মহামারি আকারে ছড়িয়ে পড়েছে এবং এর প্রভাবে আমাদের জীবনযাত্রা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। পুরো দেশ কার্যত বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য। ২০১৯ সালের ডিসেম্বরে রোগটি চীনের উহান শহরে প্রথমিকভাবে সানাক্ত হয়েছিল। তারপর অতিদ্রুত এটি বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও।

আমরা সত্যিই এক চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি। তারপরও আমাদের দৃষ্টি রাখা উচিত আমাদের পড়ালেখা ও পরবর্তী সেমিস্টারের দিকে। সেই লক্ষ্যে আমি এই লকডাউনের সময়েও নিজেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষক, সহপাঠী এবং পড়ালেখার সঙ্গে সম্পৃক্ত রেখেছি। এ জন্য আমি যা করেছি তা হচ্ছে:

বিশ্ববিদ্যালয় থেকে যখন যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে–যেমন কোর্স আউট লাইন, ক্লাস রুটিন, রেজিস্ট্রেশন, পেমেন্ট ইত্যদি ব্যাপারে আমি সব সময় আপ টু ডেট থেকেছি। আমার বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষক এই সময়ে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। তাঁরা সবসময় অনলাইনের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করেছেন এবং এই দুর্যোগ মুহূর্তে আমাকে উজ্জ্বীবিত রেখেছেন।

এই বিপর্যস্ত সময়েও আমাদের পড়ালেখা সঠিকভাবে সচল রাখতে বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বেশকিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আমাদের জন্য অনলাইন লাইব্রেরি ও অন্যান্য সুবিধাদি গ্রহণের সম্পূর্ণ সুযোগ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় আমাদেরকে বিনামূল্যে ল্যাপটপ দিয়েছে যার মাধ্যমে অনলাইন ক্লাস করতে পারছি। এই ল্যাপটপ না পেলে নি:সন্দেহে আমাদের পড়ালেখা এই মুহূর্তে বাধাগ্রস্ত হতো।

আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাড়ি থেকেই আমাদের পড়ালেখার লক্ষ্য অর্জন করতে পারব।

Sharing is caring!

Leave a Comment