করোনাথন প্রতিযোগিতার নতুন তারিখ ২-৪ মে
- ক্যাম্পাস ডেস্ক
আগামী ২-৪ মে বাংলাদেশে প্রথম অনলাইন প্ল্যাট ফর্মে আয়োজিত “করোনাথন-১৯” হ্যাকাথন অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্থান, ইরান, চীন. দক্ষিন কোরিয়ার ১৯টি এবং স্বাগতিক বাংলাদেশ থেকে প্রায় প্রায় শতাধিক দল এ হ্যাকাথনে অংশগ্রহণ করছে।
“করোনাথন-১৯” এর আহবায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান ড. শেখ মোঃ আলায়ার জানান, বৈশ্বিক লক ডাউনের কারনে যথাযথ প্রস্তুতি নিতে না পারায় প্রচুর আগ্রহী বেশ কিছু বিদেশী দলের অনুরোধে কর্তৃপক্ষ ২৮-৩০ এপ্রিলের পরিবর্তে ২-৪ মে “করোনাথন-১৯” এর নতুন তারিখ নির্ধারন করেছে এবং সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের শেষ তারিখ থাকবে ৩০ এপ্রিল।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপকে মোকাবেলার জন্য চিকিৎসকদের পাশাপাশি প্রযুক্তিবিদদেরও একটা দায়বদ্ধতা আছে ; আর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি হতে পারে প্রযুক্তিবিদদের অন্যতম একটা হাতিয়ার। সে লক্ষ্যেই করোনা ভাইরাস মোকাবেলায় এই হ্যাকাথন আয়োজনের উদ্যোগ নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিজয়ীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে ২৫ হাজার ইউএস ডলার।