ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদযাপিত
- ক্যাম্পাস ডেস্ক
‘মুজিববর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার’ এই শ্লোগানকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ উদযাপন করা হয়। এ উপলক্ষে আজ ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার। র্যালিতে অন্যান্যের মধ্যে রেজিস্টার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, লাইব্রারিয়ান ড. মিলন খানসহ লাইব্রেরির অন্যান্য কর্মকর্তা, কর্মচারীগণ এবং তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি উদ্বোধনকালে বক্তারা সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষাজীবনে গ্রন্থাগারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং অনলাইন- অফলাইন লাইব্রেরি সুবিধা সম্বলিত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ অবারিত তথ্যভাণ্ডারের বিভিন্ন দিক তুলে ধরেন।
র্যালিটি একাডেমিক ভবন থেকে শুরু হয়ে সমস্ত ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার মূল ক্যাম্পাসে এসে শেষ হয়।