ড্যাফোডিলে দুই দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত

ড্যাফোডিলে দুই দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত

  • ক্যাম্পাস ডেস্ক

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল ‘আমার চোখে স্বাধীনতা’ ও ‘গণহত্যার কালো রাত’ শীর্ষক ভার্চয়াল আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্বাধীনতা তুমি’ শিরোনামে সাংস্কৃতিক পরিবেশনা ও ‘ডি আই ইউ স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’। আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় মাঠে ‘ডি আই ইউ স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’ ও সাইকেল র‌্যালির উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল। এসময় আরো উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ডিআইইউ স্পোর্টস ক্লাবের মডারেটর ড. এ বি এম কামাল পাশা, ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি, উপ পরিচালক মো. মোসলেহ উদ্দিন চৌধুরী, উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল, উর্ধ্বতন সহকারি পরিচালক (প্রশাসন) কাজী মো. দিলজেব কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া প্রশিক্ষক সাদ আন্তালিব জয়।   

এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্বাধীনতা তুমি’ শিরোনামে সাংস্কৃতিক পরিবেশনা এবং ‘আমার চোখে স্বাধীনতা’ অনুষ্ঠিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফেসবুক পেজে। এর আগে গতকাল ২৫ মার্চ রাতে ক্যাম্পাস টিভিতে ‘গণহত্যার কালো রাত” শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষাবিদ নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদরত আলী এবং বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন দেওয়ান।

Sharing is caring!

Leave a Comment