গিয়াসউদ্দিন সেলিমের সাথে একদিন

গিয়াসউদ্দিন সেলিমের সাথে একদিন

  • মেহেরাবুল হক রাফি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফিল্মমেকিং বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মনপুরা’ ও ‘স্বপ্নজাল’ খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম।

গত ৩০ নভেম্বর ড্যাফোডিল টাওয়ার-৫ এর ডিজিটাল ক্লাসরুমে আয়োজিত এই কর্মশালায় মূল আকর্ষণ হিসেবে ছিল জনপ্রিয় সিনেমা ‘মনপুরা’র স্ক্রিনিং এবং সেটির স্রষ্টার সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ। সকাল ১১:৩০ টায় স্ক্রিনিং শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই দর্শকরা তাদের টিকিট দেখিয়ে প্রবেশ করতে শুরু করে ক্লাসরুম কাম সিনে-হলে। ওয়ার্কশপটি এমপ্লয়াবিলিটি থ্রিসিক্সটি ডিগ্রি কোর্সের অধীনে একটি এসাইনমেন্ট হওয়া সত্ত্বেও সকল শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণ এটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

প্রায় সোয়া দুই ঘন্টা দৈর্ঘ্যের সিনেমার শেষদিকে শিক্ষার্থীদের সাথে যোগ দেন গিয়াসউদ্দিন সেলিম। তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন মহোদয় প্রফেসর এ এম এম হামিদুর রহমান, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন এবং বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম। দর্শকদের তুমুল কড়তালির মধ্যে দিয়ে শেষ হয় সিনেমার স্ক্রিনিং। এরপর মঞ্চে মনপুরা বানানোর সময় নিজের অভিজ্ঞতা ও এর নানা কারিগরি দিকের কথা তুলে ধরেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। শিক্ষার্থীদের প্রশ্নোত্তরের মাধ্যমে উঠে আসে সিনেমা বানানোর বিভিন্ন কলাকৌশলের খুঁটিনাটি। বর্তমান সময়ে ভালো স্ক্রিপ্টরাইটারের অভাবের বিষয়টি চলে আসে তাঁর নিজের কণ্ঠেও। তিনি বলেন, যেকোনো ভালো সিনেমা বানানোর পূর্বশর্ত হচ্ছে একটি ভালো স্ক্রিপ্ট। তাই যারা ভবিষ্যতে স্ক্রিপ্টরাইটার হতে চান তাদেরকে এখন থেকেই দেশী-বিদেশী সাহিত্যের নানান বই পড়তে হবে।

এরপর বিভাগীয় প্রধান হিসেবে নিজের বক্তব্যে প্রোডাকশন ডিজাইনের ক্ষেত্রে টিমওয়ার্ক এবং এডিটিং স্কিলের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন আফতাব হোসেন। সবশেষে কোর্স ইন্সট্রাক্টর হিসেবে এরকম একটি জমজমাট কর্মশালা আয়োজনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন বিভাগের লেকচারার রাশেদুল ইসলাম। বিভাগের শিক্ষার্থীদের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে বানানো ট্রিবিউট ভিডিও প্রদর্শন ও ফটোসেশনের মাধ্যমে সমাপ্তি টানা হয় দিনব্যাপী এই কর্মশালার।

Sharing is caring!

Leave a Comment