জাবিতে সাহিত্য কর্মশালা শুরু ১৭ মে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্য সংগঠন ‘চিরকুটের’ আয়োজনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘সাহিত্য বিষয়ক কর্মশালা’। আগামী ১৭ মে শুরু হয়ে চলবে ১৯ মে পর্যন্ত। সংগঠনটির সাংগঠনিক চর্চার ধারাবাহিকতার অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন দেশের প্রখ্যাত কবি সাহিত্যিকগণ। সাহিত্য কর্মশালায় বিশ্বদ্যিালয়ের নবীন শিক্ষার্থীদের (৪৫তম ব্যাচ) বরণ করে নেওয়া হবে।
কর্মশালার প্রথম দিন ‘ছন্দ অলংকার ও বাংলা কবিতা’ বিষয়ে কবি তারেক রেজা এবং ‘মধ্যযুগের কাব্য: রস ও রসিকতা’ বিষয়ে গবেষক জাভেদ হোসেন প্রশিক্ষণ দিবেন। দ্বিতীয় দিন ‘উপনিবেশ উত্তর আফ্রিকান ও বাংলা কবিতা’ বিষয়ে কবি শামীম রেজা এবং ‘প্রসঙ্গ : সমসাময়িক কথাসাহিত্য’ বিষয়ে প্রশিক্ষণ দিবেন ঔপন্যাসিক ও কবি রায়হান রাইন। কর্মশালার শেষ দিন ১৯ মে ‘শিল্প দর্শন বা কাব্য দর্শন’ বিষয়ে প্রশিক্ষণ দিবেন গবেষক বেনজীন খান। এই দিনই বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।
সাহিত্য কর্মশালার আহ্বায়ক তানজিলা হক তানি জানান, ‘অসাম্প্রদায়িক পৃথিবী নির্মাণে ও সাহিত্যের স্বরকে শাণিত করার প্রত্যয়ে ‘চিরকুট’এই কর্মশালার আয়োজন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সংস্কৃতি চর্চার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি।’