জাবিতে আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা শুরু

জাবিতে আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা শুরু

আসাদুজ্জামান, সাভার : ‘যৌক্তিকতায় উৎকর্ষিত হোক তরুণ প্রাণ’- এই শ্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের আয়োজনে চার দিনব্যাপী দ্বিতীয় জাতীয় আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশের ৩২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এতে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জাবি সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিতর্ক মঞ্চের সভাপতি আব্দুল কাদের মার্জুক।

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতিযোগিতায় দেশের চলমান রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রব্যবস্থা, দূর্নীতি ও নারী ইস্যু নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, চূড়ান্ত বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে।

সমাপনী অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক বশির আহমেদ উপস্থিত থাকবেন। এবারের বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক সকালের খবর রয়েছে ।favicon59

Sharing is caring!

Leave a Comment