জাবিতে নবীনবরণ ও ক্যারিয়ার প্ল্যানিং উৎসব

জাবিতে নবীনবরণ ও ক্যারিয়ার প্ল্যানিং উৎসব

  • মো. আসাদুজ্জামান, সাভার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ক্যারিয়ার প্ল্যানিং উৎসব ও নবীনবরণ অনুষ্ঠান-২০১৬। আগামীকাল মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হতে যাচ্ছে অনূষ্ঠানটি। সংগঠনটির সভাপতি মাসুদ রেজা এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, অনুষ্ঠান উদ্বোধন করবেন সংগঠনটির উপদেষ্টা ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী ইকবাল। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে (বুধবার) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে দিনব্যাপী সেমিনার ও নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। এ সময় প্রণোদনামুলক বক্তব্য ও ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কথা বলবেন দেশের সেরা সেরা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। এসময় উপস্থিত থাকবেন স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরী, নাভিদ কমেডী ক্লাবের সিইও নাভিদ মাহমুদ, ‘রেকিট বেঙ্কিসার বাংলাদেশ’ এর ট্রেড অ্যান্ড চ্যানেল ডেভেলপমেন্টের প্রধান সালাউদ্দিন আহমেদ তারেক, বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্লাস্টার এর হিউম্যান রিসোর্স প্রধান ফাইজা আনসারি এবং সেলস ডিরেক্টর কাজি আরিফ জামান প্রমুখ।

indexএছাড়া অনুষ্ঠানের সমাপনী দিনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। পরে মুক্তমঞ্চে সাস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন অর্নব ও তার ব্যন্ডদল।

আয়োজনের বিষয়ে সংগঠনটির সভাপতি মাসুদ রেজা জানান, ‘আমরা নবীণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথমেই একটি ক্যারিয়ার প্ল্যানিং সম্পর্কে ধারণা দিতে চাই। যাতে তারা সময়ের বহমান স্রোতে গা না ভাসিয়ে নিজেকে গঠন করতে পারে এবং দেশ-জাতির জন্য সুনাম বয়ে আনতে পারে।’

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে উদ্যোক্তা ও ক্যারিয়ার ভিত্তিক বিশেষায়িত নিউজ পোর্টাল দি প্রমিনেন্ট, এনটিভি, ডেইলি স্টার, সমকাল এবং ব্রেভারেজ পার্টনার হিসেবে রয়েছেন একমি।

উল্লেখ্য, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। তবে আগ্রহীদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুন-

https://docs.google.com/forms/d/1kks7q0o3i9NGFqGUXiMxcJb3N1ypNqlzK9z8uKHVGjM/viewformfavicon59

Sharing is caring!

Leave a Comment