জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
- ক্যাম্পাস ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদের আওতাধীন ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মোহাম্মদ আলী সোমবার সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেন।রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ৩৭৪টি আসনের বিপরীতে ৫৬ হাজার ৭০০ শিক্ষার্থী আবেদন করে। ফলাফলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট/বিভাগের আসন সংখ্যার সর্বাধিক ১০ গুণ ছাত্র-ছাত্রীর পৃথক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) ফল পাওয়া যাবে। এছাড়া সোমবার সমাজবিজ্ঞান অনুষদের (‘বি’ ইউনিট) এবং আইআইটির (‘এইচ’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল মঙ্গলবার আইন অনুষদ (‘এফ’ ইউনিট), বিজনেস স্টাডিজ অনুষদ (‘ই’ ইউনিট) ও আইবিএ-জে ইউ (‘জি’ ইউনিট) এবং ২৩ নভেম্বর কলা ও মানবিকী অনুষদের (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।