স্ট্যামফোর্ডে পরিবেশবিজ্ঞান বিভাগের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ
- ক্যাম্পাস ডেস্ক
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ দেশের অন্যতম পরিবেশ শিক্ষার তীর্থস্থান। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ বিজ্ঞান বিভাগের সংগঠন “আর্থ ফোরামের” আয়োজনে পরিবেশ সম্পর্কিত প্রপঞ্চ নিয়ে জরিপ, সভা-সেমিনার, মাঠ পরিদর্শন, ক্যাম্পেইন, শিক্ষাসফর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে।
তারই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর, ২০১৬ মঙ্গলবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের সংগঠন “আর্থ ফোরামের” আয়োজনে ইন্ট্রা-ডিপার্টমেন্টাল প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে ২০১৬ আয়োজন করা হয়। যেখানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে থান্ডার, সুনামি, ব্লু ওসান ও টর্নেডো নামে ৪ টি দল অংশগ্রহণ করে। উক্ত টুর্নামেন্টটি রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি তত্তাবধান করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক হুমায়ুন কবির।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার। তিনি বলেন, ‘খেলা হচ্ছে বিনোদন এবং ব্যায়ামের অংশ; এই ধরনের প্রীতি ম্যাচ শিক্ষার্থীদের মধ্যে প্রাণসঞ্চার করে পড়াশোনার মনযোগ ধরে রাখায় সাহায্য করে এবং ছাত্র-শিক্ষক মধ্যকার সু-সম্পর্ক তৈরি করে।’ এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মওউদুদ এলাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক এবং একাডেমিক এডভাইসর ডঃ গুলশান-আরা লতিফা, এডজাঙ্কট ফ্যাকাল্টি ডঃ জিন্নাতুল ইসলাম, ডঃ মাহমুদা পারভীন, জনাব রিফাত ফয়সাল ও মাহমুদা ইসলাম।
উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগ সারা বছর নিয়মিত পাঠ্য-কার্যক্রমের সঙ্গে বিভিন্ন পরিবেশবান্ধব উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে ছাত্রদের দক্ষতা উন্নয়নের সাথে সাথে দেশের পরিবেশ রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে আসছে।
1 Comment on this Post
kobiraj
we enjoyed