জাতীয় উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে
- ক্যাম্পাস ডেস্ক
জাতীয় উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে উল্লেখ করে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর ব্যবহার নিশ্চিত করতে হবে।
সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘তথ্য অধিকার আইন ২০০৯’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান তথ্য কমিশনার। তথ্যের আবেদন বৃদ্ধির কথা উল্লেখ করে অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, আমরা সরকারী অফিসসমূহকে তথ্য সরবরাহের জন্য নির্দেশনা দিয়েছি। সেক্ষেত্রে নাগরিকদের তথ্যের জন্য আবেদন বৃদ্ধি করতে হবে। এতে প্রশাসনে দুর্নীতির হার কমবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হবে। যার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
জীবনমানের উন্নয়নের তথ্যের ব্যবহার উল্লেখ করে প্রধান তথ্য কমিশনার বলেন, এখন খেয়ে পড়ে বেঁচে থাকার চিন্তা করলে চলবে না। জীবন মান উন্নয়নে নজর দিতে হবে। এ জীবন উন্নয়নে তথ্য অধিকার সুদূরপ্রসারী ভূমিকা রাখে।তথ্য কমিশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এছাড়া কর্মশালায় আরো উপস্থিত ছিলেন প্রক্টর আলী আজগর চৌধুরী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন।