হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন জায়ান ওয়াজিহা
- ক্যাম্পাস ডেস্ক
২১ আগস্ট ২০১৪ ছিল আমার বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিন। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে এসেছি কয়েক দিন হলো, কিন্তু নিজের বিশ্ববিদ্যালয়ে সেদিনই প্রথম গেছি। যতটা আনন্দ, ঠিক ততখানি ভয়ও হচ্ছিল। চার বছর যেখানে থাকব, জায়গাটা পছন্দ হবে তো?
ভাবতে ভাবতেই ক্যাম্পাসে এসে পৌঁছালাম। চারদিকে অনেক মানুষ—কেউ শিক্ষার্থী, কেউ পর্যটক। নির্দিষ্ট ভবন খুঁজে বের করে আমি গেলাম প্রি-ওরিয়েন্টেশনের জন্য নাম নিবন্ধন করাতে। নিবন্ধন ডেস্কে বসে থাকা ছেলেটা হঠাৎ বলে উঠল, ‘হ্যাপি বার্থডে!’ তখন মনে পড়ল, আরে! আজ তো আমার জন্মদিন! নানা কিছুর মধ্যে সেটাই ভুলে বসেছিলাম।
নিবন্ধন আর নানা রকম আনুষ্ঠানিকতা শেষে মা-বাবার সঙ্গে দুপুরের খাবার খেতে গেলাম। তখন মনে পড়ল, ক্যাম্পাসেই থেকে যাব বলে মা-বাবার সঙ্গে রাতে আর বাসায় ফেরা হবে না।
দিনের বাকিটা খুব জলদিই কেটে গিয়েছিল। রাতের খাবারের সময় নতুন বন্ধুরা সবাই মিলে বলল, ‘হ্যাপি বার্থডে টু ইউ!’ বুঝলাম, জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
দিনটা হয়তো আরও উপভোগ করতে পারতাম, যদি না চোখে ভ্রমণক্লান্তি লেগে থাকত।
জায়ান ওয়াজিহা
তৃতীয় বর্ষ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র