ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- ক্যাম্পাস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভূক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানিয়েছেন, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলো বিশ্ববিদ্যালয়ে হওয়ায় কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
চ-ইউনিটে ১৩৫ আসনের ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৪৩ জন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৭৫ শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়েরhttp://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।