জালিয়াতি করলে কেন্দ্র থেকেই কারাগারে: ঢাবি ভিসি
- ক্যাম্পাস ডেস্ক
ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি ধরা পড়লে জালিয়াতকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে সরাসরি কারাগারে পাঠিয়ে দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলে তিনি।
জালিয়াতি ঠেকাতে পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “যেখানেই কোনো জালিয়াতি হবে আমাদের জানান।”
‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের ‘ভর্তিযুদ্ধ’ শুরু হয়েছে। এই ইউনিটে এবার আবেদন করেছেন ৩৪ হাজার ৬১৬ জন ভর্তিচ্ছু।