ঢাবি পেল ৩ লাখ টাকা অনুদান
- ক্যাম্পাস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের তিন লাখ টাকা বৃত্তি দিয়েছে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড। প্রতিবছরের মতো এবারও দুই শিক্ষক ও আট শিক্ষার্থীকে গবেষণায় অনুদান এবং আরো আট শিক্ষার্থীকে এককালীন অনুদান দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল সোমবার সকালে এক অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. কামাল উদ্দীন, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।
উল্লেখ্য, সিএসআর প্রকল্পের আওতায় আইএফআইসি ব্যাংক ২০১২ সালে ৩০ লাখ টাকা অনুদান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে। এ বছর ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে ২০ লাখ টাকা দিয়েছে। আগামী বছর এই ফান্ডের অর্থ এক কোটি টাকায় উন্নীত করবে বলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার জানিয়েছেন।