ফ্রিল্যান্সার তৈরি করবে কোডার্সট্রাস্ট

ফ্রিল্যান্সার তৈরি করবে কোডার্সট্রাস্ট

  • ফ্রিল্যান্সার্স ডেস্ক

ঘরে বসে দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করতে কাজ করছে কোডার্সট্রাস্ট। অনলাইনে ঘরে বসে কীভাবে সবাই ফ্রিল্যান্সিং শিখতে পারে সে বিষয়ে সচেতনতার পাশাপাশি নানা কোর্স করাচ্ছে প্রতিষ্ঠানটি। গত রোববার বাংলাদেশ আইসিটি জানালিস্ট ফোরামের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী।

এ সময় তিনি বলেন, এ বছর এ প্রকল্পের মাধ্যমে হ্যাসট্যাগ শিখবে সবাই। আমরা দশ হাজার ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নিয়েছি। সেই লক্ষ্যে কোডার্সট্রাস্ট অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করেছে। এখন অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

কোডার্সট্রাস্ট দক্ষ ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে ২০১৪ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি এখন বিশ্বের আরও ৫টি দেশে কার্যর্ক্রম পরিচালনা করছে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment