সফল হতে চাই বর্ষপরিকল্পনা

সফল হতে চাই বর্ষপরিকল্পনা

  • ক্যারিয়ার ডেস্ক

বছরের শুরুতেই কাজের পরিকল্পনা করা প্রয়োজন সাফল্যের জন্য এবং পরিকল্পনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিন। তৈরি করুন বর্ষপরিকল্পনা। যদি পুরো বছরের পরিকল্পনা করতে না পারেন, তবে পরবর্তী তিন থেকে ছয় মাসের কর্মপরিকল্পনা করে নিতে পারেন। এতে আপনার পেশা বা প্রতিষ্ঠানের উন্নতির জন্য সহায়ক হবে। কার্যদিবস গুনে গুনে আগামী দিনগুলোর জন্য পরিকল্পনা তৈরি করতে কিছু জরুরি বিষয়ের ওপর গুরুত্ব দিন।

*দিন, সপ্তাহ, মাস, বছর হিসাব করে মাসিক অথবা আপনার সুবিধা অনুযায়ী নির্দিষ্ট সময়ের ছক করে ফেলুন।

* পরিকল্পনা করার জন্য টেকসই, বাঁধাই করা খাতা নিন।

* অতীতের লাভ-ক্ষতি হিসাব করে নতুন পরিকল্পনা তৈরি করুন।

*পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রাথমিক বাজেট তৈরি করুন।

*শুরুতেই যে কাজটি করবেন, তা লাভজনক হলে ভালো হয়। এতে আপনি প্রেরণা পাবেন। এ জন্য অভিজ্ঞ, পারদর্শী কারও সহযোগিতা নিতে পারেন।

* কোনো বিষয়ে পরিকল্পনা করার পর পুরো বিষয় নিয়ে আপনি নিজে খুঁটিনাটি যাচাই-বাছাই করুন। তা নিয়ে ঘনিষ্ঠ, দক্ষ ও বিশেষজ্ঞ কারও সঙ্গে মতবিনিময় করুন।

* পরিকল্পনার একাধিক অনুলিপি বা কপি তৈরি করুন। আপনার নিজের কপিটি সতর্কতা ও যত্নের সঙ্গে সংরক্ষণ করুন।

* আপনার প্রতিষ্ঠানে কর্মরত দক্ষ ব্যক্তিদের বেশি বেশি দায়িত্ব দিন। প্রতিষ্ঠানের স্বার্থে তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন।

* পরবর্তী সময়ে পরিকল্পনা প্রতি মাসে চলমান অথবা শেষ হওয়া কাজের সঙ্গে মিলিয়ে দেখবেন। সময় ও পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনায় সংযোজন, বিয়োজন ও সংশোধন আনতে পারেন।

সূত্র: হানড্রেড ডে চ্যালেঞ্জ ডটকম
favicon59-4

Sharing is caring!

Leave a Comment