১ লাখ ৭০ হাজার শ্রোতা পড়শির

১ লাখ ৭০ হাজার শ্রোতা পড়শির

বিনোদন ডেস্ক : চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হয় সাবরিনা পড়শির রবীন্দ্র সঙ্গীতের ভিডিও। প্রকাশের এক সপ্তাহের মধ্যে গানটি শোনা হয়েছে ১ লাখ ৭০ হাজার বারের বেশিবার।

‘আমার পরান চাহা চায়’ গানটির ভিডিও ৫ জানুয়ারি প্রকাশ করা হয় ইউটিউবে। এর মাধ্যমে প্রথমবার রবীন্দ্র সঙ্গীতের দেখা গেল ‘ক্ষুদে গানরাজ’খ্যাত এ পড়শিকে। ভিডিওটিতে বরাবরের মতো মডেল হয়েছেন পড়শি নিজেই। তার সঙ্গে আছেন তৌহিদুল ইসলাম আবির। ধামরাইয়ের জমিদারবাড়িতে এক শতক আগের আবহে গানটির দৃশ্যায়ন হয়েছে। প্রকাশের পরপরই পড়শি ভক্তদের মাঝে আলোড়ন তোলে। প্রকাশের ৬ দিনের মধ্যে দেড় লাখের বেশিবার গানটি দেখা হয়। এ জন্য শ্রোতাদের ধন্যবাদ জানান ‘জনম জনম’খ্যাত এ গায়িকা।

রিয়েলিটি শো ক্ষুদে গানরাজ থেকে উঠে আসা শিল্পী সাবরিনা পড়শি। সম্প্রতি প্রকাশ হয়েছে তার গাওয়া প্রথম রবীন্দ্রসঙ্গীতের ভিডিও। প্রায় ৬ মিনিট দৈর্ঘ্যের গানটির সঙ্গীতায়োজন করেছেন সন্ধি। ভিডিও পরিচালনা করেছেন রম্য খান। favicon5

Sharing is caring!

Leave a Comment